সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান লাইফ সাপোর্টে
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২১, ৩:০৯:০২
স্টাফ রিপোর্টার : অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমানের অবস্থার আরও অবনতি হয়েছে। বুধবার রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে প্রবীন এই রাজনীতিবিদকে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পরলে দুইদিন আগে এডভোকেট লুৎফুর রহমানকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারিরীক অবস্থার অবনতি হলে এই হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
লুৎফুর রহমানকে লাইফ সাপোর্টে নেওয়ার তথ্য জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী বৃহস্পতিবার ফেসবুকে লেখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বর্ষিয়ান জননেতা এডভোকেট লুৎফুর রহমান রহমান গুরুতর অসুস্থ। মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এ লাইফ সাপোর্টে রয়েছেন। পরম করুনাময় আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি।
এদিকে, লুৎফুর রহমানের শারিরীক অবস্থার অবনতির খবর পেয়ে বুধবার রাত ১২টার দিকে হাসপাতালে তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যকরী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ নেতৃবৃন্দ।