নৌকা উন্নয়ন, শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক: এস এম কামাল
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২১, ৯:৪০:২২
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নৌকা হচ্ছে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।
বুধবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত সিলেট-৩ উপ-নির্বাচনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এস এম কামাল হোসেন বলেন, বিএনপির আমলে যে বাংলাদেশ ছিল জঙ্গি সন্ত্রাসে জর্জরিত, সেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি, সন্ত্রাসবাদ মুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশে আজ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন সমুদ্র রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে বলেই দেশে এতো উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের মানুষ নৌকায় ভোট দিয়েছে বলেই বাংলাদেশের প্রতিটা সেক্টরেই উন্নয়ন অর্জন দৃশ্যমান। জঙ্গি দমন ও যুদ্ধাপরাধীদের বিচার করেছে বলেই দেশের মানুষ এখন ভালো আছে।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটা উন্নয়ন অর্জনে সঙ্গে মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগের অবদান রয়েছে। বঙ্গবন্ধু এদেশের মানুষ কৃষক শ্রমিকের জন্য বহু নির্যাতন সহ্য করেছেন, জীবনের ১৪টি বছর কারাগারে থেকেছেন। দুই দুইবার ফাঁসির মঞ্চে যেও বাঙালির অধিকার কাছে মাথা নত করেননি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধুর সৃষ্টি বাংলাদেশ ছাত্রলীগ।দেশের সকল আন্দোলন সংগ্রামের সঙ্গে ছাত্রলীগ জড়িত। বঙ্গবন্ধু বিরুদ্ধে যখন ষড়যন্ত্রভাবে মামলা করা হয়েছে তখন এই ছাত্রলীগই আন্দোলন সংগ্রাম গড় তুলেছিল। বাংলার রাখাল রাজা ১৬ কোটি মানুষের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আগামি ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, নৌকার প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিজয়ী করবেন। নৌকা শুধু হাবিবুর রহমান হাবিব এর না নৌকা হচ্ছে বঙ্গবন্ধু আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের সকল মানুষের। নৌকা হচ্ছে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।
তিনি যোগ করেন, নৌকায় ভোট দিলে দেশের স্বাধীনতার পক্ষের মানুষ শান্তি পাবে, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আত্মা শান্তি পাবে। নৌকায় ভোট দিয়ে বিজয়ী করলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাই আগামী ৪ সেপ্টেম্বর আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষকে অনুরোধ করে, ভোট ভিক্ষা চেয়ে নৌকায় ভোট দেয়ার সুযোগ করে দেবেন।
ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল বাছিত টুটুল। উপ-নির্বাচনের প্রচারণায় ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ স্থানীয় নেতাকর্মী।
সিলেট-৩ আসনে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ মারা যান। এরপরে এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। এই আসনে ভোটারসংখ্যা মোট ২ লাখ ৫৫ হাজার ৩০৯ জন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব ছাড়াও এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক এবং বিএনপি নেতা শফি আহমেদ চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন। আগামী ৪ সেপ্টেম্বর সিলেট তিন আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মোট ১১ বার নির্বাচন হওয়া এই আসনে আওয়ামী লীগ চারবার, বিএনপি তিনবার এবং জাতীয় পার্টি তিনবার জয় পেয়েছে।