আফগান শরণার্থী থেকে বলিউড নায়িকা ওয়ারিনা
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২১, ৯:২৯:১০
সালমান খানের প্রযোজনায় ওয়ারিনা হোসেনের অভিষেক হলেও এখনো বলিউডে শক্ত মাটি পাননি তিনি। আফগানিস্তানের ক্ষমতায় তালেবানদের ফিরে আসা প্রসঙ্গে জানালেন এ নায়িকা।
২০ বছর আগে ভিটে-মাটি, পিতৃপুরুষের পরিচয় ছিন্ন করেছিল হোসেন পরিবার। আফগানিস্তান থেকে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল তারা। সম্প্রতি তালেবানদের আফগান দখলে প্রেক্ষাপটে শরণার্থীর ঢল নেমেছে বিমানবন্দর ও সীমান্তবর্তী নানা এলাকায়।
‘লাভযাত্রি’ নায়িকা জানান, এ অভিজ্ঞতা তারও হয়েছে।
সেই স্মৃতি উসকে ওয়ারিনা বলেন, “আবার শরণার্থী বাড়বে। আমি জানি এতো সংখ্যক শরণার্থীর চাপ নেওয়া কোনো দেশের পক্ষে সম্ভব নয়। তাও সব দেশের রাষ্ট্রনেতাদের বলব একটু মানবিক হন। আফগান নারীরা যাতে নিজের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে না বাঁচে।”
আফগানিস্তান প্রসঙ্গে আরও বলেন, “গত দু’দশক ধরে দেশটা তিলে তিলে গড়ে উঠছিল। এক ধাক্কায় সব শেষ হয়ে গেল।”
‘লাভযাত্রি’ ছাড়াও সালমান খানের ‘দাবাং থ্রি’ ছবিতে আইটেম গানে অংশ নেন ওয়ারিনা। অভিনয় করেছেন এ আর রহমানে ’৯৯ সংস’ ছবিতে। হাতে আছে দক্ষিণ ভারতীয় ছবি।