সুনামগঞ্জের প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার আর নেই
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২১, ৯:১৫:২৭
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান আর তালুকদার নেই। রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১ টায় তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হলে সিলেট নগরের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও ২ ছেলে সন্তান রেখে গেছেন।
সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার বাংলাদেশ সংবাদ সংস্থা সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছিলেন।