জগন্নাথপুরে শিক্ষকদের অংশগ্রহণে কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২১, ১:৪২:৫১
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কমিটির উদ্যোগে মাধ্যমিক শিক্ষকদের গণিত ও বিজ্ঞান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। কর্মশালার অর্থায়নে রয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকা।
রোববার (২২ আগস্ট) সকালে উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সিলেট টিচার ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক প্রশিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার গণিত ও বিজ্ঞান বিষয়ক ৯০জন শিক্ষক অংশ নেন।