হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২১, ১০:৫৪:২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত অবস্থায় অপর শিশুকে উদ্ধার করা হয়।
হবিগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, আজ শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের আহছানিয়া মিশন এলাকার সায়নী (১১) ও সৃষ্টি (১১) নামে দুই শিশু বাসার পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। তারা অসাবধানতাবশত পুকুরে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সায়নীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সৃষ্টিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।