টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২১, ৫:০৭:১৮
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। বুধবার বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি।
বুধবার বিকালে গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে তিনি টিকাকেন্দ্রের পথে রওনা হন। খালেদা জিয়া মডার্নার তৈরি টিকা নিয়েছেন।
খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এজেডএম জাহিদ হোসেনসহ অন্য চিকিৎসকরা দুপুরে ফিরোজায় আসেন।
এই টিকাকেন্দ্র থেকৈই গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্নার তৈরি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ টিকা নেন খালেদা জিয়া। ৭৫ বছর বয়সী খালেদা জিয়া সেদিন গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতে এসে টিকা দিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে মহামারী শুরুর পর গত বছরের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। তারপর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজায় আছেন।
সেখানে এ বছরের এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। ৫৪ দিন পর গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন।