টিকা ছাড়া ১১ দেশ থেকে বাংলাদেশে আসা নিষেধ
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২১, ৭:১০:৪৫
করোনাভাইরাসের (কভিড-১৯) টিকার পূর্ণ ডোজ না নিয়ে মালয়েশিয়া, ইরান ও স্পেনসহ ১১টি দেশ থেকে বাংলাদেশে ঢোকা যাবে না।
সোমবার নতুন এই বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তালিকায় থাকা অন্য দেশগুলো হলো- আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, ইসওয়াতিনি (সোয়াজিল্যান্ড), জর্জিয়া, লিবিয়া ও মঙ্গোলিয়া।
এই দেশগুলো থেকে যাত্রার ১৪ দিন আগে কভিড-১৯ টিকা নেওয়া বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরতে পারবেন। তবে ফেরার পর তাদের ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারান্টাইনে থাকতে হবে।
এসব দেশে থাকা প্রবাসী কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন।
এছাড়া এই দেশগুলো থেকে বাংলাদেশি নাবিক ও মেরিন ইঞ্জিনিয়াররা দেশে ফিরতে পারবেন, তবে তাদের প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হবে।
পাশাপাশি ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকস্তান, কুয়েত, কিরগিজিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, পানামা, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিশিয়া ও যুক্তরাজ্য থেকে বাংলাদেশ ভ্রমণের বিষয়েও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া ছাড়া যাত্রীদের সরকার নির্ধারিত হোটেল বা প্রতিষ্ঠানে নিজ খরচে ১৪ দিনের কঠোর প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকতে হবে। বিমানবন্দরেই তাদের হোটেল বুকিং বা প্রয়োজনীয় নথি দেখাতে হবে।