স্পেন ছেড়ে ব্রাজিলে দিয়েগো কস্তা
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২১, ৯:৪৯:৪১
অবশেষে দল খুঁজে পেলেন দিয়েগো কস্তা। ব্রাজিলের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরো এই তারকার সঙ্গে চুক্তির কথা নিশ্চিত করল।
৩২ বছর বয়সী কস্তা ২০২০ সালের ডিসেম্বরে আতলেতিকো মাদ্রিদ ছাড়েন। এরপর থেকেই ‘ফ্রি এজেন্ট’ ছিলেন ব্রাজিলে জন্ম নেওয়া এই স্পেনীয় ফুটবলার।
পর্তুগালের ক্লাব বেনফিকা এবং তুর্কি ক্লাব বেসিক্টাসের সঙ্গেও আলোচনা চলছিল কস্তার। তবে শেষমেশ নিজ জন্মভূমি ব্রাজিলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অ্যাটলেটিকো মিনেইরোর সঙ্গে কস্তার চুক্তি ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। এই মুহূর্তে ব্রাজিলের লিগে শীর্ষে অবস্থান করছে মিনেইরো। কস্তার ক্যারিয়ারে মিনেইরোই হতে যাচ্ছে ব্রাজিলের প্রথম ক্লাব।
পেশাদার ক্লাব ক্যারিয়ারে এর আগে তিনি পর্তুগাল, স্পেন এবং ইংল্যান্ডে খেলেছেন।
২০০৬ সালে পর্তুগালের ব্রাগাতে নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করেন কস্তা। তবে স্পেনের আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সুবাদেই বিশ্ব ফুটবল সর্বপ্রথম তাকে চেনে।
আতলেতিকোর হয়ে দুইবার লা লিগার ও একবার ইউরোপা লিগ জয়ের পাশাপাশি চেলসির হয়ে প্রিমিয়ার লিগ জেতারও কৃতিত্ব রয়েছে কস্তার ঝুলিতে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে কস্তা ব্রাজিল জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলার পর স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তার মতে স্পেনের মানুষদের ভালোবাসা ও তার প্রতি দেখানো সম্মানের দাম দিতেই তিনি স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নেন।