ছাতকে বল্কহেডের ধাক্কায় নদীতে রোপওয়ের খুঁটি
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২১, ৯:৪২:২৪
ছাতক প্রতিনিধি : ছাতকে সুরমা নদীর তীরে বালু ভর্তি বল্কহেডের ধাক্কায় রেলওয়ে বিভাগের রোপওয়ের একটি ট্র্যাসালের খুটি নদীতে তলিয়ে গেছে।
রোববার (১৫আগষ্ট) সকালে ছাতক সিমেন্ট কারখানার পরিবহন শাখার সামনে রোপওয়ের ট্র্যাসালে এমভি জাহিদ হাসান নামে একটি বল্কহেড ধাক্কা দিলে একটি খুটিকে পানিতে তলিয়ে যায়। ট্র্যাসালের ৪টি খুটির মধ্যে একটি খুঁটি তলিয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে রোপওয়ের ট্র্যাসালটি।
যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে বিভাগের নিয়ন্ত্রনাধীন বৃট্রিশ আমলে স্থাপিত রোপওয়ের মাধ্যমে ভোলাগঞ্জ থেকে ছাতকে পাথর পরিবহনের জন্য ব্যবহার হয়ে থাকে। দীর্ঘ প্রায় এক যুগেরও বেশী সময় ধরে রোপওয়েটি চলাচল বন্ধ রয়েছে। রোববার সকালে সুরমার তীরে বেধে রাখা এমভি জাহিদ হাসান নামের একটি বল্কহেডটি দড়ি ছিড়ে রোপওয়ের ট্র্যাসেলের সাথে ধাক্কা লেগে একটি খুটি তলিয়ে যায়। খবর পেয়ে রোপওয়ে বিভাগের কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্র্যাসালের গুড়ায় লাল পতাকা টানিয়ে দিয়েছেন।
ছাতক বাজার (বিআর) উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, দূর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন শেষে বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।