করোনায় দশ ট্রাক অস্ত্র মামলার আসামি আবদুর রহীমের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২১, ৪:৩০:৪৪
দশ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি আসামি আবদুর রহীম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার সকাল ৬টার পর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, গত ২৬ জুলাই রহীমের করোনা শনাক্ত হওয়ার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ৩১ জুলাই সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।