আমার কবরও শান্তিগঞ্জে হবে সেই ব্যবস্থাটাও রাখা হয়েছে : পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২১, ৯:২৭:৩৮
সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে চলমান করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দিনরাত কাজ করে চলেছে। সরকারের আর্থিক সক্ষমতা যা কিছু আছে সবকিছু নিয়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তা করা হচ্ছে।
শনিবার সকালে কোভিড-১৯ এ বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখা শহরের নতুন শিল্পকলা একাডেমির হলরুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব স্মরণে সদর হাসপাতালে কোভিড-১৯-এ আক্রান্তদের বিনামূল্যে ২০টি অক্রিজেন সিলিন্ডার হস্তান্তরের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের সরকার প্রধানের প্রথম কাজ হচ্ছে এই মহামারী করোনাকালীন সময়ে দেশের মানুষের জীবন রক্ষা করা। এই কাজটি শেখ হাসিনার পক্ষে একা সম্ভব নয়। আমরা সবাই এক বাঙ্গালী হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষজনের কল্যাণে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে দেশের যেকোনো ক্রান্তিকালে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই করোনাকালীন সময়ে আক্রান্তদের সেবায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী যেভাবে জেলা সদর হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের সেবায় ২০টি অকিজেন সিলিন্ডার প্রদান করছেন এটা একটি বিশাল কাজ।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পক্ষ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ ও সরকারের সহযোগিতার কথা জানান।
তিনি আরো বলেন, আমি সুনামগঞ্জের সন্তান, আমার বাড়ি এই জেলায়, কাজেই জেলা শহরে আমার আরো বেশি বেশি আসা প্রয়োজন। আমার এখন যাবার সময় এসে গেছে, আমার কোনো নিজস্ব ঘরবাড়িও নেই, আমি এই দেশের মাটি ও মানুষের সাথে সম্পৃত্ত, আমার কবরও এই জেলার শান্তিগঞ্জে হবে সেই ব্যবস্থাটাও করে রাখা হয়েছে। সমস্ত সুনামগঞ্জেই আমার বাড়ি ঘর, ঢাকায় আমি সবসময় বলে থাকি যে, সুনামগঞ্জের জেলা শহরে আমার বাড়ি। কিন্তু কিছু মানুষ অহেতুক উন্নয়ন কাজসহ মিথ্যা সমালোচনা করে সমস্যার সৃষ্টি করেন।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন,পুলিশ সুপার মো: মিজানুর রহমান, সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার, সদর সার্কেল মো: জয়নাল আবেদীন,পরিকল্পনামন্ত্রী ব্যক্তিগত রাজনৈতিক সচিব মো: আবুল হাসনাত, সদর থানার অফিসার ইনচার্জ মো: শহীদুর রহমান, সুনামগঞ্জ জজকোর্টের এপিপি (সহকারী পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট দেবাংশু শেখর দাস, জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিকন আহমেদ, কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন ও জগৎজ্যোতি রায় প্রমুখ।