জগন্নাথপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২১, ১০:১৫:৩৬
জগন্নাথপুর প্রতিনিধি : অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) সকালে জগন্নাথপুর থানা চত্বরে সপ্তাহের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সচেতনতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জগন্নাথপুর থানার আয়োজনে বেলা সাড়ে ১১টায় জগন্নাথপুর থানা চত্বরে মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এ সময় আগুন নেভানোর নানা কৌশল পুলিশ সদস্যদের ও স্থানীয়দের শেখানো হয়।
এর আগে জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমেদের সভাপতিত্বে ও এসআই জিয়া আহমেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা কিভাবে নিরূপণ করা হবে তা সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেই সাথে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে নিজেদের রক্ষার্থে নানা কৌশল সম্পর্কে ধারণা দেন জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা।
জানা গেছে, ‘সচেতনতা প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল মাসুদ, টিম লিডার আবুল মিয়া, থানার এসআই দ্বিপংকর দেবনাথ, এএসআই রোখসানা আক্তার ও রোজিনা আক্তারসহ অন্যরা।