লন্ডনস্থ হাইকমিশনে জকিগঞ্জ ওয়েলফেয়ার ইউকে’র স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২১, ১০:১১:২৮
সিলেটের জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাস ফিল্ডের সন্ধান লাভ করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। একই সাথে সংঘটনটির পক্ষ থেকে জকিগঞ্জের বাসিন্দাদের গ্যাস প্রদান, স্থানীয়দের চাকরি নিশ্চিত করার দাবী জানিয়ে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার সংগঠনের সভাপতি ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলর শেরোয়ান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেন্ট্রাল লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে, হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের হাতে স্মারকলিপি তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের ট্রেজারার গোলাম মতুর্জা চৌধুরী, জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক ফজলে আহমদ চৌধুরী।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ জকিগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে মাদক ও ইয়াবা ব্যবসা প্রসার লাভ করায় উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে যথাযথ প্রদক্ষেপ নেয়ার আহবান জানান। একই সাথে জকিগঞ্জ উপজেলাকে স্বাধীনতার যুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত অঞ্চল ঘোষণার দাবী তুলেন।
বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়েও এই স্মারকলিপি প্রদান করা হয়।