মৌলভীবাজারে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ডকুমেন্টারির মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২১, ৭:৪৮:১৩
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন অঙ্কিত স্থানসমূহ নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসন এর উদ্যোগে নির্মিত বিশেষ ডকুমেন্টারি ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের কনফারেন্স হলে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বিশ্বঅন্তর্জালের মাধ্যমে প্রযুক্তিগতভাবে যুক্ত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, জেলা প্রশাসনের অফিসাররা, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রান্তিক মানুষের নেতা। তার প্রমাণ চা-শ্রমিক ও হাওরাঞ্চলের জনগোষ্ঠী অধ্যুষিত মৌলভীবাজার জেলায় তিনি ১৯৫৬, ১৯৬৪, ১৯৬৮, ১৯৬৯, ১৯৭০, ১৯৭৩ এ বিভিন্ন সময়ে এখানকার মানুষের পাশে বারবার ছুটে এসেছেন।
মৌলভীবাজার জেলা প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’ শিরোনামে ২৩ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিও ডকুমেন্টারি নির্মাণ করেছে।