জাতীয় জাদুঘর আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২১, ২:৪২:৫৬
‘বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন ২০২১’- এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, বৈঠকে মন্ত্রিসভা ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন ২০২১’- এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে আরও দুটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এগুলো হচ্ছে-‘বাংলাদেশ চিড়িয়াখানা আইন ২০২১’ এবং ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২১’।
তিনি জানান, এর পাশাপাশি প্রতি বছর ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম নিবন্ধন দিবস’-এর পরিবর্তে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত এ বিষয়ক পরিপত্রের ‘গ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
এ ছাড়া বৈঠকে গত ১৩-২০ জুন মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।