সিলেটে ট্রাফিক সদস্যরা পেল সুরক্ষা যন্ত্র ‘রেসপিরোমিটার’
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২১, ১২:১৫:৩৩
ট্রাফিক বিভাগে কর্মরত সকল অফিসার ফোর্সদের শারীরিক সুস্থ্যতা নিশ্চিত করার লক্ষ্যে সবার মাঝে Respiratory Exerciser Respirometer বিতরণ করা হয়েছে।
রোববার (০৮ আগস্ট) এসএমপির ট্রাফিক বিভাগে কর্মরত ২৪০ অফিসার, ফোর্স ও সিভিল কর্মচারীদের মাঝে সুরক্ষা যন্ত্র বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।
মূলত, মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে ফুসফুস খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। করোনা ভাইরাস ও অন্যান্য ব্যাধিতে ফুসফুস আক্রান্ত হলে বেশ দুর্ভোগ পোহাতে হয়। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফুসফুস সজিব, সতেজ ও সবল রাখার উদ্দেশ্যে সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগে কর্মরত সকল সদস্যদের মাঝে এই Respiratory Exerciser Respirometer বিতরণ করা হয়।
এই সুরক্ষা যন্ত্র ট্রাফিক সদস্যদের কাজের মনোবল আরও চাঙ্গা করবে বলে জানান উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।