সিলেট নগরীর ৮১ কেন্দ্রে ২ দিনে টিকা নিলেন ৪৭ হাজার ৪৭ জন
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২১, ১০:৫৯:২৭
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে প্রচণ্ড ভিড়ে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও করোনার টিকা কেন্দ্রগুলোতে ছিল উৎসবের আমেজ। এর মাঝে নানান ভোগান্তি, অভিযোগ আর অনুযোগের মধ্যদিয়ে অতিবাহিত হলো সিলেটে দ্বিতীয় দিনের গণটিকা কার্যক্রম। নগরীর ২৭ ওয়ার্ডে মিলে মোট ৮১ কেন্দ্রে ২ দিনে টিকা নিয়েছেন ৪৭ হাজার ৪৭ জন মানুষ।
এর মধ্যে প্রথম দিন শনিবার টিকা নেন ২২ হাজার ৭ শত ৫৩ জন, আর রোববার দ্বিতীয় দিন টিকা নেন ২৪ হাজার ২ শত ৯৪ জন।
সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সকাল ৯টা থেকে নগরীর ২৭টি ওয়ার্ডে ৮১টি কেন্দ্রে চলমান গণটিকা কার্যক্রমে টিকা নিয়েছেন সাধারণ মানুষ। দ্বিতীয় দিনে প্রতিটি কেন্দ্রে ২০০ থেকে ৩০০ জনকে টিকা প্রদান করা হয় বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। সিলেট নগরীতে আগামীকালও চলবে এই গণটিকা কার্যক্রম।
এদিকে, ৮ ও ৯ আগস্ট পূর্বের নিবন্ধিতদেরকে টিকা দেয়া হবে বলে জানালেও তাদের বেশিরভাগকেই কেন্দ্রে এসে ফেরত যেতে দেখা গেছে। এছাড়া সকাল থেকে সিলেট নগরে গণটিকার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হলে দুপুর হতে না হতে অনেক টিকাগ্রহিতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ার অভিযোগও ছিলো অনেকের। এমনকি ৭নং ওয়ার্ডে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেও এ ওয়ার্ডের ভোটার না হওয়ায় টিকা না দেওয়ার অভিযোগও করেন অনেকে।
অপরদিকে, সরেজমিনে নগরীর অধিকাংশ কেন্দ্রে নারীদের ভিড়ই বেশি দেখা গেছে। সেই সাথে নিম্ন আয়ের মানুষের আনাগোনাও ছিলো তুলনামূলক বেশি। টিকার লাইনে ছিলেন পূর্বে নিবন্ধিতরাও।
সামগ্রিক বিষয় নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি যারা নিবন্ধন করতে পারেন না, গণটিকায় তাদের অগ্রাধিকার দিতে। এ ক্ষেত্রে পূর্বে নিবন্ধিত অনেকেও ভিড় করছেন। তাছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর হলেন করোনা প্রতিরোধে ওয়ার্ড কমিটির সভাপতি। সে ক্ষেত্রে কাকে কীভাবে টিকা দিয়েছেন এটা তারা সিদ্ধান্ত নিয়েছেন।