যুক্তরাজ্যে ৫০০ পাউন্ড বেড়েছে হোটেল কোয়ারেন্টাইন খরচ
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২১, ১২:৪৩:১৪
যুক্তরাজ্যে বাড়ানো হয়েছে হোটেল কোয়ারেন্টাইনের টাকার পরিমাণ। আগামী সপ্তাহ থেকে হোটেল কোয়ারেন্টাইনের বাড়তি ৫০০পাউন্ড কার্যকর হবে।
যুক্তরাজ্যে বাংলাদেশসহ লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে ভ্রমণকারীদের আগামী ১২ আগস্টের পর থেকে ১৭৫০ পাউন্ড হোটেল কোয়ারেন্টাইনের সাথে আরও ৫০০ পাউন্ড বাড়তি অর্থ দিতে হবে। ১২ আগস্টের পর থেকে একজন ব্যক্তিকে হোটেল কোয়ারেন্টাইনের জন্য গুনতে হবে ২ হাজার ২৮৫ পাউন্ড। এ অবস্থায় প্রতিদিন ব্যক্তির গড়ে খরচ হবে ২০০ পাউন্ড।
বর্তমানে দেশটিতে লাল তালিকভুক্ত দেশগুলো থেকে যারা আসবেন তাদের জন্য হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক রয়েছে। বর্তমানে এই হোটেল কোয়ারেন্টাইনে ভ্রমনকারীদের গুনতে হচ্ছে ১৭৫০ পাউন্ড। আর দম্পতি ও এক সন্তারের পরিবারকে গুনতে হচ্ছে ৪০০০ পাউন্ড।
লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে যারা আসবে তাদের একজনকে গুনতে হবে ২২৮৫ পাউন্ড। যারা রুম শেয়ার বা পরিবার নিয়ে কোয়ারেন্টাইনে থাকবেন তাদেরও বাড়তি অর্থ দিতে হবে।
সরকারের ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শেপস বলেছেন, দেশটিতে করোনা ভাইরাসের রোগী সংখ্যা বাড়ছে। তাই লাল তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণ ও ভ্রমণকারীদের ঠেকাতে হোটেল কোয়ারেন্টাইনের অর্থের পরিমাণ বাড়ানো হচ্ছে।