সুনামগঞ্জ হাসপাতালে ২০ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২১, ৭:৪৪:৩০
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ২০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের হল রুমে সিভিল সার্জন ডা. শামস উদ্দিনের কাছে ২০ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজে’র সহ-সভাপতি খন্দকার মঞ্জুর আহমদ, আমিনুর রশিদ, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র পরিচালক নূরে আলম প্রমুখ।