টিকা নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন মন্ত্রী মোজাম্মেল হক
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২১, ১০:২৭:২১
আঠারো বছরের বেশি বয়সীরা টিকা ছাড়া বের হতে পারবেন না বলে যে বক্তব্য দিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিতর্কের মুখে তা তিনি প্রত্যাহার করে নিয়েছেন।
বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি জানানো হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিবিসিকে বলেছেন, ‘টিকা নেওয়া ছাড়া আঠারো বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্ট থেকে বের হতে পারবে না বলে যে বক্তব্য প্রচার করা হয়েছে, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’
একই সঙ্গে তিনি বলেছেন, আঠারো বছরের ঊর্ধ্বে সকল ব্যক্তিকে টিকার আওতায় আনা হবে- এটা সরকারের অবস্থান।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’- বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি। ওই বক্তব্যের যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয়।
এদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মোজাম্মেল হক বলেছেন, ১১ আগস্টের পর বিধিনিষেধ শিথিল থাকলেও ১৮ বছরের বেশি কেউ টিকা না নিয়ে রাস্তায় বের হতে পারবেন না।
যখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এই বক্তব্য দেন, সেখানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও উপস্থিত ছিলেন। কিন্তু ওই সময় তিনি কোনো দ্বিমত প্রকাশ করেননি।