চাঁপাইনবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাবার পথে বজ্রপাত, নিহত ১৭
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২১, ৬:২২:০৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাবার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার পাকা নারায়ণপুরে এ ঘটনা ঘটে নিশ্চিত করেন শিবগঞ্জের ইউএনও সাকিব আল রাব্বী।
তিনি জানান, পদ্মা নদী পার হয়ে ২৩ জনের একটি দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তারা টেলিখারি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।