সিলেটে করোনা শনাক্তের সংখ্যা ৪২ হাজার ছাড়াল
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২১, ৭:০১:৪০
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৭১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মোট করোনা প্রমাণিত রোগীরে সংখ্যা ৪২ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ১২ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ( সোমবার সকাল ৮টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করা শনাক্ত হওয়া ৭১০ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ১৫ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ৭৩৯ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৯০৫ জন, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৭৬ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৮১৩ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৪৮২ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৭১০ জন করোনা আক্রান্ত রোগীর ৩২৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৮৩ জন, হবিগঞ্জের ১৫৩ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৬৪ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
সিলেটে বিভাগে মঙ্গলবার দৈনিক শনাক্তের হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ। যার ৩৩ দশমিক ৯৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ২৮ দশমিক ৭১ শতাংশ, হবিগঞ্জে ৪৬ দশমিক ৭৯ শতাংশ ও মৌলভীবাজারে ২৯ দশমিক ৬৩ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১২ জন রোগী। তাদের ৯ জনই সিলেট জেলার ও ২ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগী করোনায় মারা গেছেন। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৭২৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৫৯ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৩৪ জন, মৌলভীবাজারের ৬১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬৫ জন, সুনামগঞ্জ জেলায় ৭ জন, হবিগঞ্জ জেলার ১৩ জন, মৌলভীবাজারে ৪ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৬৮ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৭৭ জন, সুনামগঞ্জে ৬২ জন, হবিগঞ্জে ৪৫ জন, মৌলভীবাজারে ২২ জন ভর্তি রয়েছেন। এদিকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ২৪৮ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ২৯ জন সুনামগঞ্জে, ২৩ জুন হবিগঞ্জে, ৫১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩১ হাজার ৬৭০ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৪৩৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪২২ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৮০ জন, মৌলভীবাজারে ৪ হাজার ২ জন ও ওসমানী হাসপাতালে ২২৭ জন।
এদিকে সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ২২১ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ৬৪, সুনামগঞ্জ ৬৯, হবিগঞ্জ ৫০ ও মৌলভীবাজার জেলায় ৩৮ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৭৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।