জগন্নাথপুরে ইউনিয়ন পর্যায়ে ৭ আগষ্ট থেকে টিকা কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২১, ১২:০৬:৫৫
জগন্নাথপুর প্রতিনিধি : করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য জগন্নাথপুর উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ৭-১১ আগস্টের মধ্যে উপজেলার প্রত্যেক ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ভোটদান কেন্দ্রে ৩ দিনে ৬০০ করে ১৮০০ জনকে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ রোধে সিনোফার্মের টিকা দেওয়া হবে। পর্যাক্রমে ৪,৫ ও ৬ এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে টিকা প্রদান করা হবে।