মাধবপুরে সরকারি নির্দেশ অমান্য করায় ১৩ মামলা
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২১, ৮:৩৩:৫৭
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৩টি মামলায় ১২ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন।
সোমবার (২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ।