অন্তঃসত্ত্বাদের টিকাদানে সায় পরামর্শক কমিটির
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২১, ৮:২৯:১৭
অন্তঃসত্ত্বা এবং দুধ পান করানো মাকে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গঠিত জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ)।
সোমবার এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এই কমিটির সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ।
তিনি বলেন, সরকার টিকা নিয়ে আমাদের কাছে নানা পরামর্শ চায়। এরই ধারাবাহিকতায় আজ গর্ভবর্তী এবং সন্তানকে দুধ পান করাচ্ছেন এমন নারীদের টিকা দেওয়ার প্রসঙ্গ আসে।
বে-নজীর আহমেদ বলেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চায় টিকা দেওয়া হোক। তাদের সংগঠনের সভাপতিও এসেছিলেন আমাদের সভায়।
তিনি বলেন, আমরা মত দিয়েছি, গর্ভবতী এবং সন্তানকে দুধ পান করানো এমন মায়েদের করোনার টিকা দেওয়া যাবে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম কয়েক দিন আগে বলেছিলেন, বিশেষজ্ঞরা পরামর্শ দিলে তারা অন্তঃসত্ত্বা দুধ পান করানো মায়েদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেবেন।
এদিকে অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা প্রদানের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারকে তা জানাতে বলেছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের চার আইনজীবী একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া তথ্যে অন্তঃসত্ত্বাদের করোনার টিকা দেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অন্তঃসত্ত্বাদের ফাইজার এবং মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।