হবিগঞ্জে করোনায় মৃত্যু-শনাক্তে রেকর্ড
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২১, ৯:০১:৪৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে একদিনে সর্বোচ্চ ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন; যা একদিনে মৃত্যুর রেকর্ড। রোববার সকাল থেকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্তও রেকর্ড ছাড়িয়েছে। এদিন মোট ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার রাতে সিলেটের ল্যাব থেকে করোনা শনাক্তদের এ রিপোর্ট আসে। রাত সাড়ে ১২টায় এ তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
রোববার দুপুরে তিনি জানান, এ যাবত কালের হবিগঞ্জে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটিই। একদিনে শনাক্তও সর্বোচ্চ। এর আগে একদিনে আর এতো রোগী শনাক্ত হননি যেমন, তেমনি একদিনে ৪ জন মারাও যাননি। শনাক্তের হার ৪৩ দশমিক ৯ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার জেলা থেকে মোট ৭৯২টি নমুনা পরীক্ষার জন্য সিলেটের ল্যাবে প্রেরণ করা হয়েছিল। এর বিপরীতে ৩৪৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৫৭, চুনারুঘাটে ৬৪, লাখাই ২, বাহুবল ৯, বানিয়াচং ২৩, নবীগঞ্জ ৪১, মাধবপুর ৪৯ ও আজমিরীগঞ্জে ৩ জন।
এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৪৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫শ জন। করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ জনের। শনিবার শনাক্তের হার ৪৩ দশমিক ৯ শতাংশ।