লিভারপুলের সঙ্গে আলেক্সান্ডার-আর্নল্ডের নতুন চুক্তি, আর্সেনালে হোয়াইট
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২১, ৬:৪৩:০০
লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ফুল-ব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। ২০২৫ পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন তিনি।
২২ বছর বয়সী এই তারকা বেড়ে উঠেছেন লিভারপুলের যুব একাডেমিতে। ২০১৬ সালের অক্টোবরে অলরেডদের মূল দলে অভিষেক হয় তার। লিভারপুলের হয়ে ১৭৯ ম্যাচ খেলেছেন তিনি।
ওয়ার্ম-আপের সময় ঊরুতে চোট পাওয়ায় ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি এই ইংলিশ ডিফেন্ডার।
লিভারপুলের হয়ে ইতিমধ্যে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জিতেছেন আলেক্সান্ডার-আর্নল্ড। এ ছাড়া জিতেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।
২০১৯ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আলেক্সান্ডার-আর্নল্ড।
অন্যদিকে ব্রাইটন থেকে ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইটকে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়েছে আর্সেনাল। গানারদের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য চুক্তি করেছেন তিনি।
২৩ বছর বয়সী এই ডিফেন্ডার ইংল্যান্ডের ইউরো অভিযানে জন্য কোচ গ্যারেথ সাউথগেটের স্কোয়াডে শেষ মুহূর্তে জায়গা পেয়েছিলেন।