নবীগঞ্জে লকডাউন অমান্য করায় ১০ মামলা
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২১, ৬:৩৭:৫৬
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে কঠোর লকডাউনের সরকারি বিধিনিষেধ কার্যকর করতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত নবীগঞ্জ শহর ও উপজেলার আউশকান্দি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়।
সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে ঈদুল আজহার একদিন পর ২৩ আগস্ট থেকে কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে নামে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথ টিম। এরই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত চলছে জনসচেতনতামূলক প্রচার এবং অভিযান।
এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী ১০টি মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।