দিরাইয়ে ‘লন্ডনী কন্যা’র বাল্যবিয়ে পণ্ড করলেন ম্যাজিস্ট্রেট
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২১, ১১:০৬:৫১
দিরাই প্রতিনিধি : দিরাইয়ে মুচলেকা নিয়ে ‘লন্ডনী কন্যা’র বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর।
জানা যায়, শুক্রবার উপজেলার জগদল ইউনিয়নের হালেয়া-রাজনগর গ্রামের সুরত মিয়ার কন্যা লন্ডন প্রবাসি দৃষ্টি জানভীর জাহান (১৬) এর সাথে একই গ্রামের ছালিক মিয়ার কলেজ পড়ুয়া ছেলে ছাদ মিয়ার বিবাহের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, দিরাই থানার এসআই আজিজুর রহমান রাসেলসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন ওই কিশোরীকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী পাত্র-পাত্রীর বৈধ বয়স না হওয়া পর্যন্ত তারা বিবাহ কাজ সম্পন্ন হবে না মর্মে ছেলে ও মেয়ের বাবা উভয় পক্ষই মুচলেকা দিয়েছেন।