ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২১, ৮:৪৩:২৬
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে বারবাডোজ থেকে চার্টার্ড ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা করে অজিরা। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় ঢাকায় পা রাখে তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি করোনাকালে বাংলাদেশে তৃতীয় আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে। কঠোর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে হবে সিরিজটি। তবে অস্ট্রেলিয়া দলের চাহিদার কারণে আগের দুই সিরিজের তুলনায় এই সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চ্যালেঞ্জ অনেক বেশি।
বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সমঝোতা অনুযায়ী, ইমিগ্রেশন ছাড়াই সরাসরি টিম হোটেলে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। ক্রিকেটারদের পাসপোর্ট জমা নেওয়া হবে। বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন শেষে পাসপোর্ট জীবাণুমুক্ত করে ফিরিয়ে দেওয়া হবে। টিম হোটেল তিন দিন কোয়ারেন্টাইন শেষে মাঠে অনুশীলনের সুযোগ পাবে অজিরা।
এদিকে বাংলাদেশ ক্রিকেট দলও সকালে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে টিম হোটেলে তিন দিনের কোয়ারেন্টাইনে চলে গেছে।
৩ আগস্ট শুরু হবে দুই দলের সিরিজটি। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হবে এটি।