বোনের পর ভাইয়ের স্বর্ণ, ইতিহাসে জাপানের দুই জুডোকা
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২১, ১:০৯:৩৯
ইতিহাসে জায়গা করে নিলেন জাপানের দুই জুডোকা উতা আবে ও আবে হিফুমি।
তারা সহোদর। টোকিও অলিম্পিকে রবিবার এই দুই ভাই-বোন একই দিন জিতে নিয়েছেন স্বর্ণ।
প্রথমে জুডোয় সোনার পদকে চুমু আঁকেন বোন উতা আবে। ঘণ্টা খানেক পর সোনার পদক জিতেন ভাই আবে হিফুমি। সুবাদে অলিম্পিকের ইতিহাসে চিরদিনের জন্য প্রথম হয়ে যান তারা দু’জন।
জুডোর মেয়েদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জিতেন উতা। বোনের সাফল্যের পর ৬৬ কেজি শ্রেণিতে সেরা হন ভাই হিফুমি। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম একই দিনে দুই সহোদর সোনা জয়ের কীর্তি গড়লেন।
জর্জিয়ার ভাজা মার্গভেলাশভিলিকে সহজেই হারিয়ে সোনা জেতেন হিফুমি। ব্রোঞ্জ জেতেন দক্ষিণ কোরিয়ার আন বউল ও ব্রাজিলের দানিয়েল কাগনিন।