হারারেতে রানের পাহাড় টপকে সিরিজ জিতল বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২১, ৯:৩৬:৪৬
জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। হারারেতে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে ৫ উইকেটে ১৯৩ রান তোলে। জবাবে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় মাহমুদউল্লাহর দল। এর আগে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে ২১৫ রান করে জিতেছিল বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। এর আগে পাঁচটি সিরিজের তিনটি ড্র হয়েছিল। দুইটি জিতেছিল বাংলাদেশ।
২০১৩ সালের পর এবার জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। টেস্ট সিরিজে স্বাগতিকদের উড়িয়ে দেয় বাংলাদেশ। দাপট দেখিয়ে ৩-০ ব্যবধানে জিতে নেয় ওয়ানডে সিরিজও। টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। কিন্তু দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে পরাজয়ের তিক্ত স্বাদ দেয়। আজকের অঘোষিত ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হলেও শেষ হাসিটা হেসেছে বাংলাদেশ।
স্কোর :
জিম্বাবুয়ে ১৯৩/৫, ওভার: ২০
বাংলাদেশ ১৯৪/৫, ওভার: ১৯.২