মাধবপুরে অযথা ঘুরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালতের ৫ মামলা
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২১, ৮:৩৬:৩৯
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সরকারি নির্দেশ অমান্য করে অযথা ঘুরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন।
রোববার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই দণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, সরকারি নির্দেশ অমান্য করে অযথা ঘুরাফেরা করায় ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৫টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।