করোনায় আর ‘ভিতু নয়’ মন্তব্য করে ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২১, ৬:৫৩:২৮
নভেল করোনাভাইরাসের জন্য সাধারণ মানুষের আর ভিতু হওয়ার দরকার নেই, এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।
সাজিদ সম্প্রতি একটি টুইটে বলেন, তিনি পজিটিভ হওয়ার এক সপ্তাহের ভেতর সম্পূর্ণ সুস্থ হয়েছেন। ওই টুইটেই এমন শব্দ ব্যবহার করেন।
ব্রিটেনের রাজনীতিবিদেরা বলছেন, যারা করোনা প্রতিরোধ সংক্রান্ত নিয়মকানুন অনুসরণ করছেন তাদের কাছে এটি অবজ্ঞাপূর্ণ মন্তব্য।
সাজিদ বলেন, ‘আমি বাজে শব্দের ব্যবহার করেছি। ভুল স্বীকার করছি।’
‘আমি ভ্যাকসিনের কথা বলতে চেয়েছি যার মাধ্যমে আমরা ঘুরে দাঁড়াচ্ছি।’
নতুন টুইটে জানিয়েছেন, সেই টুইট তিনি ডিলিট করেছেন।
‘ভাইরাসের কারণে অনেকের মতো আমিও প্রিয়জনদের হারিয়েছি। এর প্রভাব কোনোভাবেই মানিয়ে নেয়া যাবে না।’
গত জুনে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান সাজিদ জাভিদ। বরিস জনসনের মন্ত্রীসভার সবচেয়ে অভিজ্ঞ মন্ত্রী তিনি। এর আগে স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রণালয়সহ পাঁচটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।