দেশে করোনায় মৃত্যু ১৯ হাজার ছাড়াল
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২১, ৯:২৭:২৯
কোভিড-১৯ সংক্রমণের ৫০৩তম দিনে দেশে শেষ ২৪ ঘণ্টায় ১৯৫ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬ জন।
এই সময়ে ছয় হাজার ৭৮০ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগে ১২ জুলাই দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল ১৩ হাজার ৭৬৮ জন। গতকাল ১৯ জুলাই সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২০ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষায় ছয় হাজার ৭৮০ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ।
তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।
সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৫৪ লাখ ৪৯ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৮২৭টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৭৪ লাখ ১৭ হাজার ৬৯৪টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় নয় হাজার ৭২৩ জনসহ মোট নয় লাখ ৮৮ হাজার ৩৩৯ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ১৯৫ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১০৩ জন পুরুষ ও ৯২ জন নারী। তাদের মধ্যে ১৯০ জনের হাসপাতালে (সরকারিতে ১৫৯ জন, বেসরকারিতে ৩১ জন) ও বাড়িতে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১৯ হাজার ৪৬। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৫ শতাংশ।
এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ১৬ হাজার ৮৭৫ জন, যার শতকরা হার ৮৮ দশমিক ৬০ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন এক হাজার ৬৯৭ জন, যার শতকরা হার আট দশমিক ৯১ শতাংশ। বাসায় ৪৫৪ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৩৮। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২০ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৩ হাজার ৭৪ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৮ দশমিক ৬৪ শতাংশ এবং পাঁচ হাজার ৯৭২ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩১ দশমিক ৩৬ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯৫ জনের মধ্যে শূন্য থেকে দশ বয়সী একজন, এগারো থেকে বিশ বয়সী দু’জন, ত্রিশোর্ধ্ব ১৬ জন, চল্লিশোর্ধ্ব ৩১ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৫ জন এবং ষাটোর্ধ্ব ৪৭ জন, সত্তরোর্ধ্ব ৩৪ জন, আশি উর্ধ্ব ১৬, নব্বই উর্ধ্ব দু্ইজন এবং একশোর্ধ্ব একজন রয়েছেন।
আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৪১ জন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন।
করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৯ কোটি ৪১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ কোটি ৬২ লাখের বেশি।