করোনায় সুনামগঞ্জের সাবেক পিপি শফিকুল আলমের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২১, ১০:২১:১৮
সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল আলম আর নেই।
শনিবার (১৭ জুলাই) রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
শফিকুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে ২ জুলাই স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেয়ে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট শফিকুল আলমের ছেলে শাহরিয়ার আলম রাহী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর উপজেলার বাসিন্দা শফিকুল আলম সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি ছিলেন। এছাড়া তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।