বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২১, ৬:০৬:০৪
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বজ্রপাতে রিপন বৈষ্ণব ও বাবুল বৈষ্ণব নামে ২ জেলের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল সাড়ে ৬টার সময় দৌলতপুর ইউনিয়নের করচা হাওরে মাছ ধরছিলন ওই দুই জেলে। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে হাওরে ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়। আচমকা বজ্রপাত এসে মাছ ধরারত ওই দুই জেলের উপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই মারা যান করচা গ্রামের নগরবাসী বৈষ্ণব এর ছেলে রিপন বৈষ্ণব (২৮) এবং একই ইউনিয়নের কবিরপুর গ্রামের নিশিকান্ত বৈষ্ণব এর ছেলে বাবুল বৈষ্ণব (৪০)।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।