সুনামগঞ্জে প্রতারক দম্পতি কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২১, ১০:৫৩:১৭
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ থেকে সিকিউরিটি কোম্পানিতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে এক প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ভুয়া আইডি কার্ড ২১টি, ভিজিটিং কার্ড ১০০ পিস, ভুয়া সিকিউরিটি কোম্পানির ২২০ পিস লিফলেট, ব্যানার, ভুয়া প্রোপোজল বুক, মোবাইল, সিমকার্ডসহ নগদ ৩১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বুগীগ্রামের ইসমাইল মিয়ার ছেলে রুবেল মিয়া অনিক (২৭) ও তার স্ত্রী সাথী (২৩)। আজ বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি ওবাইন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে সিকিউরিটি কোম্পানিতে চাকরি দেয়ার নামে অনেকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া। গ্রেফতারের পর জব্দকৃত আলামতসহ তাদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।