করোনায় সুনামগঞ্জের সাবেক এমপি শাহানা রব্বানীর কন্যা কানিজ রেহনুমা ভাষা’র মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২১, ১০:০৯:১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম গোলাম রব্বানী এবং সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট শাহানা রব্বানীর কন্যা, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর স্ত্রী অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা (৩৪) করোনার সঙ্গে যুদ্ধে হেরে চলে গেলেন না ফেরার দেশে।
আজ বুধবার ভোরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
সকাল ৬টায় স্ত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। তখনই বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
বিকালে মরহুমার বাবার বাড়ি সুনামগঞ্জে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে।
অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক।
পারিবারিক সূত্রে জানা গেছে, সন্তানসম্ভাবা অ্যাডভোকেট রেহনুমা ভাষার করোনা পজিটিভ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় গত ৭ জুলাই তাকে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি করা হয়। ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ বুধবার ভোরে তিনি ইন্তেকাল করেন।