সিলেটে করোনায় একদিনে ফের ৯ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২১, ৮:৩৪:৫৩
স্টাফ রিপোর্টার : সিলেটে ২৪ ঘণ্টায় আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। গত ৭ জুলাই প্রথমবারের মত সর্বাধিক ৯ জনের মৃত্যুর রেকর্ড হয়। এক সপ্তাহের ব্যবধানে আবারও সেই রেকর্ডের পুনরাবৃত্তি হলো।
গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ৪৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪০ দশমিক ২ শতাংশ।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলার মধ্যে হবিগঞ্জে শনাক্তের হার সর্বোচ্চ ৪৯ শতাংশ। আগের দিন মঙ্গলবার এই জেলায় শনাক্তের হার ছিল ৫০ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া সিলেট জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৫ শতাংশ, সুনামগঞ্জ জেলায় ৩৫ দশমিক ৫৬ শতাংশ ও মৌলভীবাজার জেলায় ৩০ দশমিক ৬৩ শতাংশ।
এদিন সিলেট জেলায় ২০৪ জন, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ৯৮ ও মৌলভীবাজারে ৩৪ জন করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত ৯ জনের মধ্যে ৭ জনই সিলেট জেলার বাসিন্দা এবং অপর দু’জনের বাড়ি মৌলভীবাজার।
এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩০ হাজার ৮৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৬১৮ জন।