কোভিড-১৯ : দেশে ২৪ ঘন্টায় আরও ২০৩ জনের মৃত্যু : শনাক্ত ১২,১৯৮
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২১, ৬:৩৯:১৯
কোভিড-১৯ সংক্রমণের ৪৯৩তম দিনে দেশে শেষ ২৪ ঘণ্টায় ২০৩ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪২ জন।
এই সময়ে ১২ হাজার ১৯৮ রোগী শনাক্ত হয়েছে । এর আগে গতকাল দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল ১৩ হাজার ৭৬৮ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত । গত ১১ জুলাই সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৪১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষায় ১২ হাজার ১৯৮ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।
তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ।
সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৫১ লাখ ৬৯ হাজার ৫৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ৩৯২ টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় সাত হাজার ৬৪৬ জনসহ মোট আট লাখ ৮৯ হাজার ১৬৭ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ২০৩ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১৩২ জন পুরুষ ও ৭১ জন নারী। তাদের মধ্যে ১৮৯ জনের হাসপাতালে (সরকারিতে ১৫৫ জন, বেসরকারিতে ৩৪ জন) ও বাড়িতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১৬ হাজার ৮৪২। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১১ হাজার ৭৮২ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৯ দশমিক ৯৬ শতাংশ এবং পাঁচ হাজার ৬০ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩০ দশমিক ০৪ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২০৩ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী ছয়জন, ত্রিশোর্ধ্ব ১২ জন, চল্লিশোর্ধ্ব ২৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৩৯ জন এবং ষাটোর্ধ্ব ১১৮ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ৫৩ জন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে সাতজন।
করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৮ কোটি ৮১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪০ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ কোটি ২০ লাখের বেশি।