নবীগঞ্জে কঠোর বিধিনিষেধ অমান্য করায় অর্থদণ্ড
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২১, ৬:১০:৫০
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১১ জুলাই) সকাল থেকে লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।
নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনাসদস্যের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার, বান্দের বাজার, সাইনবোর্ড বাজার ও আউশকান্দি বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকার নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন অনুয়ায়ী ৭টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।