হারারে টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২১, ৩:৪৩:২৭
৩ উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চমদিন শুরু করেছিল জিম্বাবুয়ে। হার এড়ানোর জন্য দিনের শুরুটা ভালোভাবে সামাল দিচ্ছিলেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ডিয়ন মায়ার্স ও ডোনাল্ড তিরিপানো।
দলীয় ১৫৯ রানে তাদের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২৬ রানে সাজঘরে ফেরেন মায়ার্স। এরপর স্কোরবোর্ডে মাত্র ৫ রান জমা পড়তেই আরও ৩ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে স্বাগতিকেরা।
তাসের ঘরের মতো জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ ভেঙে দেন মিরাজ ও তাসকিন আহমেদ। হারারে টেস্টের পঞ্চমদিনের ৪ উইকেটের দুটি করে ভাগাভাগি করেছেন এই দুইজন। চতুর্থদিনও একটি করে উইকেট নেন মিরাজ-তাসকিন।
জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার আরও ৩০৮ রান। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৬৯ রান নিয়ে ব্যাট করছে তারা। ব্যাটিংয়ে আছেন তিরিপানো (২৩) ও ভিক্টর নুয়াচি (০)। এর আগে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করে ২৭৬ রান।
মাহমুদউল্লাহর অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৬৪ রান। ওপেনার সাদমান ইসলামের অভিষেক সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ১ উইকেটে ২৮৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। বাংলাদেশ টার্গেট দেয় ৪৭৭ রানের।
হারারে টেস্টের পঞ্চমদিনে মাঠে নামার আগে মাহমুদউল্লাহকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন সতীর্থরা। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার। এই টেস্টের পর আর তাকে সাদা পোশাকের ক্রিকেটে দেখা যাবে না।