লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২১, ৯:৫৯:১৭
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রামন রোধে ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ।
ঢাকা-সিলেট মহাসড়কে টহল ব্যবস্থা জোরদারসহ হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
বৃহস্প্রতিবার থেকে পুনরায় কঠোর লকডাউনের ঘোষণা আসলে তা কার্যকর করতে ম্যাজিস্ট্রেটদের সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী কঠোর অবস্থান মাঠে রয়েছে।
শুক্রবার সকালে শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মইনুল ইসলাম ও সার্জেন্ট রাজিব বর্মনের নেতৃত্বে পুলিশ সদস্যেদের নিয়ে চেকপোস্ট বসিয়ে তৎপরতা শুরু করেন।
সরকারঘোষিত জরুরি পরিসেবা ও পণ্যবাহী গাড়ি ব্যতিত সব যানবাহন বন্ধ করে দেওয়া হয়। বৃহত্তর সিলেট বিভাগের প্রবেশদ্বার শায়েস্তগঞ্জ পুলিশের এ তৎপরতার জন্য এলাকাভিত্তিক যানচলাচলও বন্ধ রাখা সম্ভব হচ্ছে বলে জানান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মইনুল ইসলাম।
তিনি বলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও সিলেট রিজিয়নের পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় তাদের কার্যক্রম চলমান থাকবে ।
গত ২৮ জুন থেকে এ পর্যন্ত জেলার ৯টি উপজেলার বিভিন্ন অঞ্চলে ৩৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।