ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ কাটায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২১, ৯:৫৪:৪৬
ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে মালবাহী বাল্কহেড নৌকা চলাচল করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব শনিবার (১০ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন ও ৮টি বাল্কহেড নৌকায় থাকা ৮ জনকে ২০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, মালবাহী বাল্কহেড নৌকা পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে কিশোরগঞ্জ, ইটনাসহ দেশের বিভিন্ন এলাকায় বালু ও পাথর নিয়ে যাতায়াত করে। ধর্মপাশার মধ্যনগর হয়ে কম সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছার জন্য ধর্মপাশা উপজেলার রুইবিল বিল প্রকল্পের কাইঞ্জার হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে সহজ রাস্তা তৈরি করে। শনিবার ৮টি বাল্কহেড নৌকা কাইঞ্জার হাওরের ওপর যাওয়ার সময় বিষয়টি স্থানীয় এলাকাবাসীর নজরে আসে। পরে তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন।
এদিকে, খবর পেয়ে এ সময় সেখানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাঁধ কেটে সরকারী সম্পত্তি বিনষ্ট করার অভিযোগে বাল্কহেড নৌকায় থাকা ৮জনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও তাদের আটক করা হয়। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি লাভ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব বলেন, বাঁধ কেটে সরকারী সম্পত্তির ক্ষতি সাধন করায় এ দন্ডাদেশ দেওয়া হয়েছে।’