ওসমানীনগরে ফেসবুক আইডিতে শিশুর জীবন বাঁচানোর নামে প্রতারণা : দুই বন্ধু গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২১, ৯:৩২:৩৩
মানুষের মানবিকতাকে পুঁজি করে ফেসবুকে নামে-বেনামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
শুক্রবার রাতে সিলেটের ওসমানীনগর থেকে গ্রেপ্তারের পর শনিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তারা হলো- ওসমানীনগর উপজেলার ইলাশপুর দক্ষিণ গ্রামের মৃত আবদুল গিয়াস খানের ছেলে জাফরান খান ও একই উপজেলার নিজ করনসী উত্তর পাড়া গ্রামের সুফি মিয়ার ছেলে তারেক হোসেন। দুই বন্ধু স্কুলের গণ্ডি পার না করলেও সাইবার অপরাধে পাকাপোক্ত বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই সূত্রে জানা যায়, গত বছরের ৭ ডিসেম্বর Muhima Begum নামের ফেসবুক আইডিতে একটি শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হয়। পরবর্তী সময়ে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিভিন্ন রোগাক্রান্ত শিশু ও ব্যক্তির ছবি প্রকাশ করে সাহায্য চাওয়া হয়। একই বিকাশ নম্বরে তারা ফেসবুক ও বিভিন্ন পেজে মানবিক সাহায্যের আবেদন জানায়। ওইসব পোস্ট পিবিআইর নজরে এলে তারা তদন্ত শুরু করে। তদন্তে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার জন্য পোস্টগুলো করা হয়েছে নিশ্চিত হওয়ার পর জাফরান ও তারেককে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহূত মোবাইল ফোন ও সিম কার্ডও জব্দ করা হয়েছে।
পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান জানান, ওসমানীনগর থানায় পিবিআইর এসআই লিটন চন্দ্র পাল তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। তদন্ত করছেন এসআই সুদীপ দাস।
তিনি জানান, বিকাশ ও নগদ ব্যবহার করে কত টাকা তারা হাতিয়ে নিয়েছে, তা নিশ্চিত হতে এসব প্রতিষ্ঠানের কাছে আবেদন করা হবে।