ফুড ডিপ্ল্যোম্যাসি: ত্রিপুরা-মেঘালয় থেকে আসছে আনারস-মসলা
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২১, ৭:১৮:১০
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিভিন্ন রাজ্যে আম উপহার পাঠানোর পর তারাও নানা কিছু পাঠানোর পরিকল্পনা করছে।
পিটিআই জানিয়েছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আনারস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সংমা তার অঞ্চলের বিখ্যাত মসলা এবং কিছু অরগানিক খাবার পাঠানোর কথা জানিয়েছেন।
কনরাড পিটিআইকে বলেন, ‘৩০০ কেজি আম পাঠানোর জন্য শেখ হাসিনাজিকে আমার বিশেষ ধন্যবাদ। মেঘালয়ের প্রতি এটি তার সৌজন্যবোধ।’
আমগুলোকে খুব ভালো মন্তব্য করে সংমা জানান, তিনি পরিবারের জন্য পাঁচ কেজি নিয়েছেন। বাকি আম কর্মকর্তা এবং সহকর্মীদের ভাগ করে দিয়েছেন।
মেঘালয়ের মতো ত্রিপুরাও ৩০০ কেজি আম পেয়েছে।
ত্রিপুরার আনারাস খুব বিখ্যাত। স্বাদে-গন্ধে অতুলনীয়। সেখানকার মুখমন্ত্রী বলছেন, ‘ভারতীয় হাইকমিশনের মাধ্যমে আমরা ১০০ প্যাকেট বা ৬৫০ কেজি আনারস পাঠাব।’
পাশাপাশি খাঁটি মধু, চা এবং লাকাদং হলুদও পাঠাবে রাজ্যটি।
ত্রিপুরা এবং মেঘালয় বাংলাদেশের প্রতিবেশী রাজ্য হওয়ায় ১৯৭১ সালে যুদ্ধের সময় তারা অনেক ভূমিকা রাখে। সেই দিনগুলোতে ১৪ লাখের মতো বাংলাদেশি ত্রিপুরায় আশ্রয় নেন। ওই সময় রাজ্যটির মোট জনসংখ্যাও এত ছিল না।
পাশাপাশি মেঘালয়ে আশ্রয় নেন ৬ লাখ বাংলাদেশি। মুক্তিবাহিনীর কয়েকটি প্রশিক্ষণ ক্যাম্পও ছিল সেখানে।