সিলেটে একদিনে ৩৮৯ করোনা রোগী শনাক্তের রেকর্ড
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২১, ৯:৪২:০৯
স্টাফ রিপোর্টার : সিলেটে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে; যা এখন পর্যন্ত একদিনে সর্বাধিক।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার সিলেট বিভাগে একদিনে ৩৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। গত ২ জুলাই একদিনে ৩০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আগের দিন মঙ্গলবার সিলেটে রেকর্ড ৯ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৩ জন; যাদের সবাই সিলেট জেলার বাসিন্দা।
একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্তের হার ৪০ দশমিক ১৪ শতাংশ। শুধু সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪৮ দশমিক ৬৭ শতাংশ। এই সময়ে সুনামগঞ্জে শনাক্তের হার ২০ দশমিক ৭৮ শতাংশ, হবিগঞ্জে ৩৩ দশমিক ১২ শতাংশ ও মৌলভীবাজারে ৩১ দশমিক ১৩ শতাংশ।
বিভাগে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২১৬ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৫১ জন ও মৌলভীবাজারে ৬৬ জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত সিলেট বিভাগে ২৮ হাজার ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৪ হাজার ৪৭৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫০৮ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৫০ করোনা রোগী।