শিক্ষার্থী অপহরণের ভয়ে নাইজেরিয়ায় স্কুল বন্ধ
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২১, ১০:১৮:১১
শিক্ষার্থী অপহরণের আশঙ্কার মধ্যে নাইজেরিয়ায় স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশটির উত্তরাঞ্চলীয় কাদুয়ানা রাজ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
একটি মাধ্যমিক স্কুলে প্রায় দেড়শ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে অপহরণ ও হাসপাতাল থেকে একটি শিশু ও তার মাকে তুলে নেওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
অপহৃত শিক্ষার্থীদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে।
কাদুয়ানা রাজ্যের শিক্ষা কমিশনার শিহু ওসমান মোহাম্মদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থেকে যেতে অন্তত আধাঘণ্টা সময় লাগে এমন স্কুলগুলো বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগেও আরও কয়েকটি রাজ্যে শিক্ষার্থী অপহরণের মতো ঘটনা ঘটেছে; তবে এর সুষ্ঠু সমাধান হয়নি।
গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাইজেরিয়া জুড়ে এক হাজারের বেশি শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে। গুলি করে খুনও করা হয়েছে বেশ কয়েকজনকে।